তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়


তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে হলে এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। সৌন্দর্য আল্লাহর দান তবুও আমরা কেন জানি নিজেকে ফর্সা উজ্জ্বল করার জন্য নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। আপনি ছেলে কিংবা মেয়ে উভয় মুখের যত্ন একটু বেশি করে থাকেন। তাহলে চলুন ঘরোয়া উপায়ে স্থায়ীভাবে কিভাবে ফর্সা হওয়া যায় জেনে নিই। 

তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়


আমাদের ত্বক উজ্জল ফর্সা করার জন্য নানা ধরনের কসমেটিকের পিছনে ছুটে বেড়ায় অথচ আমাদের চারপাশেই এমন অনেকগুলো উপাদান রয়েছে যা নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক ফর্সা উজ্জল ও কোমল হয়ে ওঠে। তবে চলুন জেনে নেয়া যায় প্রাকৃতিক উপায়ে কিছু ঘরোয়া টোটকা। বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

পেইজ সূচিপত্রঃতৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় 

তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় জানার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেকে সব সময় ফর্সা উজ্জ্বল করে রাখা যেন আমাদের জীবনের একটি পাঠ। নারী হোক বা পুরুষ হোক সবাই ত্বকের উজ্জ্বলতা কামনা করে এটাই স্বাভাবিক। আমরা আমাদের ত্বকের যত্নের জন্য নানা।

ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার প্রাকৃতিক দুটি উপায় 

সময় যুগের সাথে সাথে মানুষ নিজের সৌন্দর্য নিয়ে ভাবছেন যাতে করে নিজেকে অন্যের কাছে আরো সুদর্শন করে তোলা যায় জীবনটা সুন্দর করে তোলা একটি জীবনের অংশ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের রং ফর্সা করার সহজ উপায় প্রাকৃতিক উপায়ে আপনি স্থায়ী সৌন্দর্য অধিকারী হতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যায় প্রাকৃতিকভাবে ত্বকের রং ফর্সা করার দুইটি উপায়ঃ

দুধও কাঁচা হলুদঃ দুধও কাঁচা হলুদ ব্যবহারে আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল কমনীয় হয়ে আসছে এটা আমরা বহু যুগ ধরে আসছি। প্রতিদিন শোবার আগে এক কাপ দুধ আধা চামচ কাঁচা হলুদ বাটা মাখিয়ে সেবন করুন নিয়মিত এই দুধ পান করলে আপনি ভিতর থেকে স্থায়ী ফর্সা হয়ে উঠবেন।

কাঁচা হলুদঃ দুধের বাহিরে ও হলুদ আপনার রং ফর্সা করতে সাহায্য করে বিশেষ করে কালো ভাব থেকে এই পদ্ধতি অনেক কার্যকরী। মধু লেবুর রস ও হলুদ বাটা একসাথে মিশিয়ে  একটি এক প্যাক  তৈরি করুন  তারপর এটা মুখে ভালো করে লাগিয়ে দিন এখন অপেক্ষা করুন শুকানো পর্যন্ত শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলুন তারপর তোয়ালা বা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহার করে আপনি হয়ে যাবেন ফর্সা কোমল দাগমুক্ত চেহারার অধিকারী এভাবেই প্রাকৃতিক উপায়ে নিজেকে  গড়ে তুলুন ফর্সা ও সুন্দর। 

খালি পেটে সকালে  কি খেলে ত্বক ফর্সা হয়  

সুন্দর ফর্সা উজ্জল সুস্থ ত্বকের জন্য শুধু  ত্বকের পরিচর্যা যথেষ্ট নয় ত্বক পরিচর্য সাথে সাথে খাবারের দিকটাও সমান ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন কোন খাবার খেলে ত্বক উজ্জ্বল সুস্থ ও সুন্দর হয় জেনে নেওয়া যাক। 

  1. লেবু দিয়ে গরম পানি 
  2. বাদাম 
  3. গাজর 
  4. পেঁপে
  5. শসা
  6.  চিয়া সিড
  7. গ্রিন টি 
  8. ডিম 
  9. আখরোট 
  10. টমেটো 
  11. গাজর 
  12. সূর্যমুখী 
  13. চর্বিযুক্ত মাছ 
  14. মিষ্টি আলু ইত্যাদি খাবার খেলে ত্বকের কমনীয়তা ফিরে আসে। 

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার টিপস 

আমরা সবাই চাই পুতুলের নাই সুন্দর হতে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি এগুলো ক্ষতি সাধক জেনেও আমরা ব্যবহার করি। তাই আজ আমাদের এই সৌন্দর্যের জন্য সঠিক উপাদান দিয়ে  ফর্সা হওয়ার টিপস জেনে নিন এগুলো ব্যবহারে প্রাকৃতিক ভাবেই ফর্সা হবেন। 

আরও পড়ুনঃ লেখাপড়ায় মনোযোগী হওয়ার ইসলামিক উপায় 

আলু কেটে বা আলুর রস করে দিনে দুইবার ব্যবহার করুন এতে ভালো ফল পাবেন। এক টেবিল চামচ বেসুন দুই চিমটি কাচা হলুদ এক থেকে দু ফোঁটা লেবুর রস এক চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন তারপর মুখে ভালোভাবে মেসেজ করুন এই প্যাকটি তারপর ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার পাকা কলা ভালো করে চটকিয়ে মুখে লাগান ২-৩ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন মুখে অবাঞ্চিত ময়লা নিমিষেই পালিয়ে যাবে।

 আমরা কম বেশি সবাই কমলা খেয়ে থাকি অথচ কমলার খোসা আপনাদের সৌন্দর্যের পুকুরে নিয়ে যাবে সেটা অনেকেই জানিনা কমলার খোসা গুড়ো  করে তার সঙ্গে এক চামচ চালের গুড়ো এক টেবিল চামচ দই ভালো করে মাখিয়ে মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন এই প্রাকৃতিক উপায় গুলো অনুসরণ করলে আপনার মুখ ফর্সা উজ্জ্বল ও গ্লো দেখাবে।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম 

আমাদের দেশের কিছু কিছু নাইট ক্রিম ত্বকে ফর্সা করার জন্য খুবই জনপ্রিয় ভূমিকা পালন করে।এই নাইট ক্রিম গুলো ত্বকে উজ্জ্বল করে ফর্সা করে এবং করে তোলে এই নাইট ক্রিমের পাশাপাশি আমরা কিছু ঘরোয়া উপকরণ ও অনুসরণ করতে পারি  অনেকে জানতে চাই স্হায়ীভাবে ফর্সা হওয়ার কিছু ক্রিম  সম্পর্কে তবে নাইট ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সতর্কগুলো মানতে হবে।

 মাত্রাহীন ব্যবহার করলে শরীরের রং খুব ফর্সা হয়ে যায় এতে দেখতে খারাপ লাগে নাইট ক্রিম এ কেমিক্যাল থাকায় এটি অনেক ক্ষতি  সাধন হয়ে থাকে এই ক্রিমগুলো ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিম্নে কয়েকটি নাইট ক্রিমের নাম দেওয়া হলঃ

  • কোলাজেন হোয়াইট টোনিং বডি ক্রিম 
  • সাকুরা পার্মানেন্ট বডি হোয়াইট টনিং ক্রিম 
  • থানা কা হোয়াইট টনিং বডি ক্রিম  
  • অসুফি বডি ক্রিম 
  • হোয়াইট টনিং থানা কা বডি লোশন 
  • হোয়াইট মাস্ক ইউ বি ক্রিম 
  • হিমালয়া রিজ বডি ক্রিম  
  • কসমেটিক্স বডি ক্রিম 
  • মিরাকেল ক্রিম 

তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ফেসপ্যাক  

তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় বছরের সব ঋতুতেই ত্বক সুস্থ সঠিক রাখা  প্রয়োজন। ভিন্ন ভিন্ন ত্বকের সমস্যা ও বিভিন্ন যত্নের পদ্ধতি ও ভিন্ন। যেগুলো ত্বক তৈলাক্ত সেগুলো একটু ভোগান্তি তারাই বোঝেন কষ্টটা  কতটুকু আপনি যত সুন্দর করেই মুখে মেকআপ দিয়ে সাজুন কিছুক্ষণ পর মুখ আবার সেই চিটচিটে তেলতেলে হয়ে যাবে। তৈলাক্ত ত্বকের সমস্যা বরাবরই বেশি। 

এতে বাইরের ধুলাবালি ময়লা আটকে  নানা রকমের সমস্যা সৃষ্টি করে তৈলাক্ত ত্বকে ব্রনের সমস্যা ও বেশি দেখা দেয়। প্রাকৃতিক উপায়ে আমাদের ঘরোয়া তৈরি কিছু যা তৈলাক্তের ত্বকের জন্য তেলতেলে ভাব সরিয়ে ব্রণ কমিয়ে মুখের আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করে । ঘরোয়া পদ্ধতিতে কিছু ফেসপ্যাকের নাম নিম্নে দেওয়া হলঃ

  1. অ্যালোভেরা ফেসপ্যাক
  2. শসা ও পুদিনা পাতার ফেসপ্যাক 
  3. বেসুনের ফেসপ্যাক 
  4. কমলার খোসার ফেসপ্যাক 
  5. পাকা কলার ফেসপ্যাক 
  6. মধু ও শসার ফেসপ্যাক 
  7. লেবুর রসের ফেসপ্যাক আরো ইত্যাদি। 

শ্যামলা ত্বক ফর্সা করার উপায় 

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিলেই ত্বক হয়ে ওঠে সুন্দর মসৃণ লোভনীয়। তবে একটু কঠিন বোঝার বিষয় শ্যাম বর্ণের ত্বকের জন্য যত্নের উপকরণ অনেকটাই আলাদা শ্যাম বর্ণের ত্বকে অনেক  পরে বলি রেখা ফুটে ওঠে।শ্যামলা বর্ণের ত্বক নিয়ে মন খারাপ দুশ্চিন্তার কোন কারণ নেই। 

একটি কথা মনে রাখবেন শ্যামলা ত্বকের অনেক দেরিতে জেল্লা দেখা দেই। রোদের কারণে তাড়াতাড়ি দাগ ছোপ  পড়ে এইজন্য নিজের ত্বকের প্রতি যত্নবান হন । বেশি বেশি করে পানি পান করুন ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ক্লিনজার  ব্যবহার করুন কাঁচা হলুদ এড়িয়ে চলুন এভাবেই শ্যামলা ত্বককে ফর্সা ও আকর্ষণীয় করে তুলুন। 

১০ মিনিটে ফর্সা হওয়ার উপায় 

দশ মিনিটেই হয়ে উঠবেন করা ফর্সা এই কথা শুনে চমকে  উঠলেন তো আসলে এটা জাদুঘরের মত এটা প্রাকৃতিক উপায়ে আশীর্বাদ বললেই চলে। কোন কোন উপকরণ ব্যবহার করে মাত্র 10 মিনিট সময় ব্যায় করে আপনি  নিজেকে  উজ্জল ফর্সা পরে তুলতে পারেন। শত ব্যস্ততার মাঝে নিজেকে আমরা ভুলে যাই নিজের যত্ন নিতে অলসতা কিংবা বাহানা খুঁজি এখনো যে এমন হয় ১০ মিনিটেই জাদুকরের মত ফর্সা হয়ে নিজেকে পরীর মত গড়ে তুলতে পারি। তবে চলুন 10 মিনিট ব্যয় করে হয়ে উঠি সৌন্দর্যের প্রাণ বন্ত। 

হলুদ ও বেসুন গুড়া এক টেবিল চামচ কাঁচা দুধ পরিমাণ মতো তারপর ভালো করে মিশিয়ে ত্বকে মাখিয়ে দিন তার ১০ মিনিট পর ধুয়ে আকর্ষণী সৌন্দর্যের অধিকারী হন। এক চা চামচ লেবুর রস ও দুধের সর একসাথে মিশিয়ে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন এতে আপনের ত্বকের যৌলতা ও উজ্জ্বলতা  ফিরেন আকর্ষণীয় ফর্সা করে তুলবে। 

ত্বক সুন্দরও মসৃণ করার প্ল্যাটফর্ম 

মানব জীবনে প্রত্যেকটি মানুষই চাই নিজেকে সুন্দর করে তুলতে আর এই সৌন্দর্যের জন্য বাজারে রয়েছে নানা রকমের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো উপর ভরসা রাখার ক্ষেত্রে নানা রকমের প্রশ্ন বাধা দেই। কিভাবে ত্বক সুন্দর মসৃণ করে তুলবেন সেই বিষয়ে আপনাদের জানাবো। 

আরও পড়ুনঃ গেম খেলে টাকা ইনকাম করার উপায় 

আপনার ত্বকের মানসম্মত ফেসওয়াশ ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়ে মুখের কালো দাগ দূর করতে পারেন টক দই দিয়ে অন্যান্য সমস্যা দূর করতে পারেন কাঁচা দুধ দিয়ে আলতোভাবে মেসেজ করতে পারেন দিবে সাদা অংশ ত্বকের উপকারে আসে এটি লাগিয়ে ত্বকের আদ্রতা ফিরে আসে নিয়মিত পানি পান করুন অবশ্যই প্রয়োজন মত ঘুমের প্রয়োজন এগুলো প্ল্যাটফর্ম মেনে চললে সুন্দর ফর্সা ও মসৃণ হবে। 


শেষ কথাঃ তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

প্রিয় পাঠক বিন্দু আশা করছি তৈলাক্ত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় সম্বন্ধে জানতে পেরেছেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়া যায় সেই উৎপাদন গুলো উপরে এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি আশা করি এগুলো পদ্ধতি অবলম্বন করলে আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। 

আপনাদের এই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন অন্য কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ। 



 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url