Termes and conditiod

এই ওয়েবসাইট মূলত সমকালীন বিষয়ভিত্তিক তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে। আমার উদ্দেশ্য হলো সকলকে বিভিন্ন ধরনের নতুন ও অজানা তথ্য সরবরাহ করা। আপনারা যদি আমার এই ওয়েবসাইট থেকে কিছু নতুন শিখতে পারেন, তাহলে অবশ্যই তা অন্যদের সাথে শেয়ার করার সুযোগ করে দিন। নিম্নলিখিত নির্দেশিকাগুলো মেনে পোস্ট এবং মন্তব্য করার জন্য সকলকে অনুরোধ করা হলো:


www.wakiajannat.com-এ প্রকাশিত প্রতিটি আর্টিকেলের স্বত্বাধিকার শুধুমাত্র www.wakiajannat.com-এর। এই ওয়েবসাইটের কোনো আর্টিকেল বা পেজ সম্পূর্ণভাবে কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা বা ইংরেজি সোর্স থেকে ভাবানুবাদ করে লেখা হয়। কখনো কখনো কাকতালীয়ভাবে কোনো আর্টিকেল সোর্সের সাথে মিলে যেতে পারে। যদি কোনো আর্টিকেল আপনার লেখা হয় এবং আপনি তা অন্য কোথাও প্রকাশিত হতে না চান তাহলে দয়া করে ওয়েবসাইটের এডমিনকে জানান।

এই ওয়েবসাইটের প্রতিটি অ্যাটিকেল আমার নিজের লেখা। আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে গর্বেষণার  মাধ্যমে এগুলো তৈরি করি। যদি কাকতালীয়ভাবে কোন লেখা অন্য কারো সাথে মিলে যায় তাহলে দয়া করে আমাকে জানান। আমি সেই অংশটুকু আর্টিকেল থেকে সরিয়ে ফেলবো।

যেহেতু বাংলা-ইংরেজি মিশ্রিত করে ইংরেজি হরফে বাংলা লিখে বা বাংলা ভাষাকে বিকৃত করে আর্টিকেল লেখা যাবে না। তবে প্রয়োজনে বাংলা-ইংরেজি মিশ্রিত করে লেখা যেতে পারে।

টেকনিক্যাল ট্রামগুলো ওহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার না করে ইংরেজি হরফে বা বাংলায় উচ্চারণ অনুযায়ী লেখার চেষ্টা করুন।

সফটওয়্যারের সিরিয়াল, ক্রাক, কীজেন ইত্যাদি বিষয়ে কোন আর্টিকেল লেখা যাবে না। এই ধরনের অ্যাটিকেল আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে আগ্রহী নই।

সাইবার ক্রাইম, সেকুয়াল, হ্যাকিং , ফিশি্‌ ইত্যাদি বিষয়ে কোনো অ্যাটিকেল লেখা যাবে না। এই ধরনের আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে আগ্রহী নই।

অন্যের ব্লগ বা ব্লগারের লেখা হুবহু কপি বা কপি-পেস্ট করে নিজের নামে আর্টিকেল লেখা কখনোই গ্রহণযোগ্য নয়। কপি-পেস্ট থেকে সব সময় বিরত থাকুন।

পয়েন্ট বা রেভিনিউ বাড়ানোর উদ্দেেশ্য এফিলিয়েট ফাইল হোস্টিং লিংক বা শট লিংক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। গেমস, সফটওয়্যার বা অন্য কোন রিভিউয়ের জন্য মূল প্রোডাক্ট পেজের লিংক দেওয়ার চেষ্টা করুন। যদি তা সম্ভব না, হয, তাহলে নন-এফিলিয়েট ফাইন হোস্টিং লিংক ব্যবহার করুন।

শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেেশ্য যেকোনো প্রতিষ্ঠান বা পুণ্যের জন্য সঠিক তথ্য ও বিবরণ সহ আর্টিকেল প্রকাশ করা যাবে।এবং জনস্বার্থের বাইরে বিজ্ঞাপনমূলক আর্টিকেল প্রকাশ করা যাবে না। 

অনৈতিক, অশ্লীল বা কপিরাইট আইন লঙ্ঘনকারী কোন ইমে্‌ তথ্য বা লেখা প্রকাশ করা যাবে না। ধর্ম, ধর্মগ্রন্থ বা সামাজিক প্রেক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয়ে অ্যাটিকেল বা এ ধরনের বিষয়বস্তু  আর্টিকেল অন্তর্ভুক্ত করা যাবে না।         

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url