আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন
আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন আশুরা সম্পর্কে জানতে হলে এই আর্টিকেলটি
সম্পন্ন পড়ুন পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ২০২৫ সালে ৬ জুলাই ২২আষাঢ় রবিবার
দিন।এটি আরবি মাসের ক্যালেন্ডার হিসেবে হয় মহররম মাসের দশম দিন।
মুসলমানের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আশুরা একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত
মুসা(আঃ)ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় ও কারবালার মাঠে ইমাম হোসেন
(রাঃ)ও তার সাথীদের শাহাদত বরণ পালিত হয়। পবিত্র আশুরা মহরম মাসের ১০ তারিখে
পালন করা হয়। এই দিনে ধর্মীয় মুসলমানরা নফল রোজা রাখে ইবাদত করে নফল রোজা
করে ও দান খয়রাত করে থাকেন। আশুরা সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ
আর্টিকেলটি পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন
আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন
আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন। আশুরা হল ইসলাম ধর্মের একটি
গুরুত্বপূর্ণ দিন। এই দিনে প্রতিবছর হিজরী বর্ষপঞ্জি হিসাবে মহরম মাসের ১০
তারিখে হয়ে থাকে। মুসলমানদের মধ্য এটি বড় ধরনের শোকের বৃহত্তম বিক্ষোভ
মিছিল হিসাবে পালিত হয়। এটির মূলত কারণ হাসান হোসেন আলী (রাঃ) মা ফাতিমা
(রাঃ) পুএ ও (মুহাম্মদের সাঃ নাতি) মৃত্যুকে বরণ করে যাকে ৬৮০ খ্রিস্টাব্দে
কারবালার ময়দানে সমাপ্ত করা হয়েছিল।
আরো পড়ুনঃ
দিনে ৫০০ টাকা ইনকামের apps 2025
হোসাইন এর মৃত্যু আমাদের কাছে বড় যুগান্তর ঘটনা হিসাবে পালন করা হলেও
নির্দিষ্ট ধর্মের উপর নির্ভর করে প্রকাশ্যে করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা
করা হয়েছে।
আশুরা কবে সঠিক দিন সঠিক সময় ও আমল সম্পর্কে জানুন
মহান আল্লাহতালা তার বান্দাদের জন্য কিছু দিন ও সময় দিয়েছেন যে সময়
তারা অনেক বেশি বেশি ইবাদত ও ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যেতে
পারে। আল্লাহতালার পক্ষ থেকে মু মিন বান্দাদের জন্য এটা একটি বিশেষ রহমত।তাই
আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন।
অতীতকালে ঘটে যাওয়া ছোট-বড় অনেক ঘটনা ভুল গুনাহ মাপ করানোর অন্যতম
সুযোগ।'মহরম ও আশুরা 'এই বরকতময় সময়ের মধ্যেও একটি অন্যতম মাধ্যম গুনাহ মাফ
করার।
মহররম কেন পালন করা হয়
শোকের মাস হল এই মহররম মাস আমাদের এই পৃথিবীতে যতগুলো মুসলমান আছে তারা বিশ্বে
বিশেষ তাৎপর্য পালন করে। ধর্মীয় প্রান্ত মানুষ বিশেষ করে এই মাসকে শোকের মাস
হিসেবে পালন করে। তার কারণ হলো এই মহররম মাসের দশম দিনে কারবালার মাঠে ইমাম
হোসাইন (রাঃ)ও তার সাথীদের সঙ্গে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ বরণ
হয়েছিলেন।
তাই এই ধর্মীয় প্রান্ত মানুষ মহরম মাস ধরে শোকপালন নফল ইবাদত করে তাই এটি
আশুরা দিন হিসাবে পালন হয়ে থাকে। এই দিনকে মুসলমানরা নানাভাবে প্রাধান্য
দিয়ে থাকে।
আশুরা কবে এটি আরবি ক্যালেন্ডারের পহেলা মাস মহররম মাসের ১০ তারিখে হয়ে
থাকে। ২০২৫ সালে এই দিন ৬ জুলাই ২২ আষাঢ় রোজ রবিবার পালন করা হবে। ইসলামি
দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটি তাদের একটি গুরুত্বপূর্ণ দিবস।
আরো পড়ুনঃ বাংলা আটিক্যাল লেখার নিয়ম
যেটা মহররম মাসে ১০ তারিখে উদযাপিত করা হয়। শিয়া সম্প্রদায়ের মানুষরা এই
দিন শোক পালন করে থাকে।ইমাম হোসেনের মৃত্যু কে ঘটনা করে এই দিন পালন করা হয়।
আশুরার দিনে রোজা রাখা সুন্নত এই দিনে রোজা রাখলে অনেক বেশি ফজিলত রয়েছে।
আশুরার দিনের ঘটনা
পবিত্র আশুরায় একটি বিরল ঐতিহাসিক ভূমিকা পালন করে যা মহররম মাসের ১০ তারিখে
পালন করা হয়। এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।
- ফেরাউনের হাত থেকে রক্ষা পান মুসা(আঃ) ও তার সাথীরা
- দীর্ঘদিন ধরে রোগ ভোগান্তির পর মুক্তি লাভ করেন হযরত আইয়ুব (আঃ)
- হযরত ঈসা (আঃ) এই দিন পৃথিবীতে আসেন এবং আল্লাহতালা ঈসা (আঃ) কে আসমানে তুলে নেন
- এই দিন জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম (আঃ)
- নূহ(আঃ)এই দিন নৌকায় করে ভাসতে ভাসতে জুদি পাহাড়ে এসে পরে
- এই দিন হযরত আদম (আঃ) কে সৃষ্টি করা হয় ও জান্নাতে জায়গা দেওয়া হয়
আশুরা রোজা কয়টি
পবিত্র আশুরা রোজা সাধারণত দুইটি রাখতে হয়। এটি মহরম মাসের নয় দশ তারিখে
কিংবা দশ ও এগারো তারিখে মূলত এই দুই রোজা করতে হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে
আশুরা রোজা রাখা সুন্নত বলা হয়। এই দিনে রোজা রাখার পর্যায় ফজিলত রয়েছে।
৯ মহররম (শনিবার, ৫ জুলাই) ও১০ মহররম (রবিবার, ৬ জুলাই) কিংবা১০ মহররম
(রবিবার, ৬ জুলাই) ও ১১মহররম (সোমবার, ৭ জুলাই) এই দুইদিন রোজা করতে পারে
আশুরার শিক্ষা
পবিত্র আশুরার প্রথম তাৎপর্য হলো একটি মুসলমান বিশ্বে আত্মত্যাগের দিবস
হিসাবে গণ্য করা হয়। কারবালার ময়দানে এই ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে
স্মরণ করে মুসলমানরা শোক পালন করে ইমাম হোসেন (রাঃ) তার সাথীদের কথা মনে করে
এই দিনকে আমরা স্মরণ করি।
আশুরা তাৎপর্য
মহররমের অন্যতম তাৎপর্য হলো শোনা, ত্যাগও ন্যায়-অন্যায়ের মধ্য লড়াই। এটি হল
একটি মুসলমান জাতির গুরুত্বপূর্ণ দিবস। এদিন ইমাম হোসেন কারবালার ময়দানে
শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
এই ঘটনা থেকে জানা বুঝা যায় যে মিথ্যার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে এবং সত্য
মিথ্যা প্রতিষ্ঠার জন্য সঠিক শিক্ষা গ্রহন করতে হবে। সত্যর পথে বিদ্যমান
থাকতে হবে এবং অন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে।
আরো পড়ুনঃ গরমে বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো
তারা অসৎ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করতে গিয়ে নিজেদেরকে সঁপে
দিয়েছিলেন একই সাথে বলা যায় আশুরার দিনে মুসলমানদের জন্য সত্য এর পথে অবিরল
থাকার শিক্ষা দেন। এই দিনে ইমাম হোসাইন ও তার সংঙ্গীরা ন্যায় এর জন্য জীবন
দিয়ে এক দৃষ্টান্ত উজ্জ্বলতা স্থাপনা করেছিলেন। ইমাম হোসেন মুমিনদের পক্ষে
দাঁড়িয়ে ছিলেন এবং জালিমদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।
শেষ কথাঃ আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন
সুপ্রিয় পাঠক বৃন্দ আশুরা কবে সঠিক দিন সঠিক সময় জেনে নিন সম্পর্কে সমস্ত
মুসলিম জাতির উম্মাহের জন্য দুঃখ কষ্টের শোকে এই১০ ই মহররম । অন্যদিকে মহররম
মাসে ১০ তারিখে অনেক মর্যাদাপূর্ণ ঘটনা ও রয়েছে। সেগুলো এই আর্টিকেলটি
সম্পন্ন পরে থাকলে জানতে পেরেছেন।
আশা করছি মহররম মাসে পবিত্র আশুরা কবে সঠিক দিন সঠিক সময় সম্পর্কে এই
আর্টিকেলটি পড়ে যাবতীয় সকল বিষয় জানতে পেরেছেন ও তাতে উপকৃত হয়েছে। এরকম
নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন।আর এই আর্টিকেল পরে কোন
প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ।
x
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url